পাবনায় মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের ৭ দফা দাবি

সনদপত্র বিহীন জনবল নির্মূল, নীতিমালা প্রণয়ন, বেতন কাঠামো নির্ধারণসহ ৭ দফা দাবিতে সিভিল সার্জনের কাছে স্বাস্থ্য অধিদপ্তর বরাবর স্মারকলিপি দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট পাবনা শাখার নেতারা।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলার সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ানের নিকট স্মারকলিপি জমা দেন তারা। এরপর সিভিল সার্জন অফিসের সামনে একটি আলোচনা সভা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লব এদেশের মানুষের মধ্যে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখাচ্ছে। সার্বজনীন চিকিৎসা ব্যবস্থার স্বপ্ন দেখছেন সবাই। স্বাস্থ্য সেবাকে গণমুখী করতে হলে স্বাস্থ্য সেবায় নিয়োজিত সংশ্লিষ্ট জনবলের অধিকার সুনিশ্চিত করা জরুরি। 

তারা আরো বলেন, স্বাস্থ্য সেবা একটি টিম ওয়ার্ক, চিকিৎসক ও নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। রোগীদের সেবাদান কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো রোগ নির্ণয় যার পুরোধা বলা হয় মেডিকেল টেকনোলজিস্টদেরকে। পর্দার অন্তরালে কাজ করা এ পেশাজীবীরা কেবল ২০১৯ সালের ভয়াবহ কোভিডকালীন সময়ে হয়েছিল প্রতিদিনের মিডিয়ার শিরোনাম। সে অবস্থায় জীবনের মায়া ত্যাগ করে মানুষের জীবন বাঁচাতে ছুটে চলা প্রথম সারির যোদ্ধাদের অন্যতম একটি পেশা। এ পেশায় বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নানাবিধ সমস্যায় জর্জরিত এ পেশায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।

তারা অভিযোগ করে বলেন, আমাদের বে-সরকারি চাকুরির নীতিমালা ঠিক নেই, এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে সনদপত্র বিহীন জনবল দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এখনো বেতন বৈষম্যের শিকার হতে হচ্ছে, এমতাবস্থায় আমাদের পেশার উন্নতির জন্য গত ১৩ সেপ্টেম্বর পাবনা জেলার সকল মেডিকেল টেকনোলজিস্টদেরকে নিয়ে এক সাধারণ সভার আয়োজন করি। সভায় মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন পাবনা নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে।

সেবার এ গুরুত্বপূর্ণ পেশাজীবীদের প্রতি দীর্ঘকাল ধরে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে তার যথাযথ আশু অবসান করার লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন পাবনা জেলা শাখার কাছে দাবি উপস্থাপন করেছি। দেশের মানুষের কল্যাণে অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবীদের আত্মমর্যাদা, সামাজিক অবস্থান সর্বোপরি স্বাস্থ্যসেবায় তাদের গুরুত্ব বিবেচনা করে মেডিকেল টেকনোলজি পেশাকে বৈষম্যমুক্ত করতে হবে।

স্মারকলিপি প্রদান করেন, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন, পাবনা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের সমন্বয়কবৃন্দ। এসময়  উপস্থিত ছিলেন, রেজওয়ানুল হক, রায়হানুল কবির, তামজিদ নাঈম, আশরাফুল ইসলাম, রতন আলী, পল্লব কুমার প্রমুখ।

পাবনার সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান বলেন, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের পাবনা শাখার নেতারা তাদের দাবিদাওয়া নিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছে। আমি কর্তৃপক্ষের কাছে জমা দিব। সমস্যা সমাধানে যথেষ্ট চেষ্টা করা হবে।

তাদের গুলো হলো-- সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি/ রেডিওলজি এন্ড ইমেজিং ব্যতীত কেউ ল্যাবরেটরি ও রেডিওলজিতে ডিউটি করতে পারবে না, সনদপত্রবিহীন জনবল নির্মূল করা, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য বেসরকারি চাকুরির নীতিমালা প্রণয়ন করা, নারী ও পুরুষ উভয় টেকনোলজিস্টদের জন্য সর্বনিম্ন বেতন বিশ (২০) হাজার টাকা নির্ধারণ করা, সকল মেডিকেল টেকনোলজিস্টদের কর্মঘণ্টা শ্রম আইন ২০০৬ অনুযায়ী আট (৮) ঘণ্টা নিশ্চিত করা, সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি ও বাৎসরিক বিশ (২০) টি ঐচ্ছিক ছুটিসহ সকল প্রকার ছুটি রোটেশন অনুযায়ী নিশ্চিত করণ করা, সুন্দর কর্ম পরিবেশ তৈরি করা, মেডিকেল টেকনোলজিস্টদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে পরিবেশ ও অভিযোগ গ্রহণ করা, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সের সাথে সংযুক্ত ইন্টার্ন ভাতা প্রদান করা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh