সিটি কর্পোরেশনের পাইপ ফেটে পড়ছে পানি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের দড়ি সোনাকান্দা এলাকায় ( ২০ নং ওয়ার্ডে) সিটি করপোরেশনের পানির পাম্পের লাইন ফেটে প্রতিদিন হাজার হাজার লিটার পানি পড়ে যাচ্ছে। প্রায় তিন মাস ধরে এ পরিস্থিতি। সিটি করপোরেশনের কর্মকর্তাদের জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। 

পানির পাম্পের পাশের দোকানদার সিদ্দিক মিয়া জানান, প্রায় তিন মাস আগে গ্যসের লাইন স্থাপনের সময় পানির পাম্পের প্রধান সরবরাহ লাইনের পশ্চিমমুখি পাইপ ফেটে যায়। সেই থেকে মাটি ভেদ করে প্রতিনিয়ত পানি পড়ছে। যখন পাম্প ছাড়া হয় তখন পানি প্রচণ্ড বেগে পড়তে থাকে। পাম্প বন্ধ থাকলে ট্যাঙ্কের পানি পাইপ দিয়ে পড়তে থাকে। পানি পড়ে যাওয়ায় পাম্পের পশ্চিম দিকের বাসিন্দারা পানি খুব কম পাচ্ছে। 

পাম্পের অদূরে বাড়ি শুকুর মাহমুদের। তিনি বলেন, রাস্তার ওপর দিয়ে গিয়ে পানি বাড়ি ঘরে ঢুকে। পানির কারণে এখানে সব সময় কাদা তৈরি হয়। রাস্তা দিয়ে কোনো যানবাহন যাওয়ার সময় কাঁদা ছিটকে গায়ে পড়ে। এছাড়া পানি বিভিন্ন স্থানে জমে থাকায় ডেঙ্গু হওয়ার আশঙ্কা থাকে। 

এলাকার বাসিন্দা আব্দুল খালেক বলেন, সিটি করপোরেশন ও এলাকার সাবেক কাউন্সিলরকে জানানোর পরও এ সমস্যার সমাধান হচ্ছে না। 

এ ব্যাপারে স্থানীয় সদ্য সাবেক কাউন্সিলর শাহেন শাহ বলেন, প্রায় তিন মাস আগে পাইপটি ফেটে গেলে এলাকাবাসী আমাকে জানায়। আমি সিটি কর্পোরেশনে জানাই। এছাড়া সিটি কর্পোরেশনের একজন লোক পাম্পের ভেতরেই থাকে। কিন্তু তারপরেও এই পাইপটি মেরামত হচ্ছে না। এটি মেরামতের কথা বললেই তারা বলেন যে তাদের ফান্ড নেই। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল জুবায়ের বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। আমি খোঁজ নিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছি।   

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh