শেরপুরের নালিতাবাড়ীতে শ্যালকের হাতে থাকা লোহার দণ্ডের আঘাতে ভগ্নিপতি ময়েজ উদ্দিনের (৬৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে অভিযুক্ত শ্যালক ইউনুছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পৌরশহর সংলগ্ন কালিনগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ভগ্নিপতি মজিবর রহমান ওরফে ময়েজ উদ্দিন (৬৫) একই উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের আয়নাতলী গ্রামের মৃত মীর শেখ-এর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ময়েজ উদ্দিন বিয়ের পর থেকে তার স্ত্রীসহ সপরিবারে শ্বশুরবাড়ি নালিতাবাড়ী পৌরশহর এলাকা সংলগ্ন কালিনগর মহল্লায় বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন।
বৃহস্পতিবার দুপুরে শ্যালক ইউনুছ আলী তাদের দুই বাড়ির মাঝখানে বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দিচ্ছিলেন। ভগ্নিপতি বেড়া দিতে নিষেধ করলে এ নিয়ে উভয়ের মাঝে বাকবিতণ্ডা বাঁধে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শ্যালকের হাতে থাকা লোহার দণ্ড (রিকশার এক্সেল) দিয়ে ভগ্নিপতি ময়েজ উদ্দিনের মাথায় আঘাত করে শ্যালক ইউনুছ।
এতে ভগ্নিপতি ময়েজ উদ্দিন গুরুতর আহত হলে প্রথমে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কতৃর্ক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে ময়েজ উদ্দিন মারা যান। রাতে বিষয়টি প্রকাশ হয়ে পড়লে পুলিশ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
পরে শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্যালক ইউনুছকে পার্শ্ববর্তী এক বাড়ি থেকে আটক করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ছেলে জবেদ আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মামলা গ্রহণ করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শেরপুর নালিতাবাড়ী লোহার দণ্ড ভগ্নিপতিকে হত্যা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh