লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কের জকসিন বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় আহনাফ হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আহনাফ সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে।
স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জকসিন বাজারের কাচারী পোলের কাছে দুপুরে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা জোনাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কে শিশু আহনাফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে হামলা চালিয়ে ভাংচুর করে। বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক মো. নুর মোহাম্মদ জানান, বাসটির বেপেরোয়া গতি ও শিশুটির অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু এটি দুর্ঘটনা তাই পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া শিশুটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : লক্ষ্মীপুর যাত্রীবাহী বাস নিহত দুর্ঘটনা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh