জ্বালানি রূপান্তর নীতি বাস্তবায়ন দাবিতে শেরপুরে ক্যাবের মানববন্ধন

বিদ্যুৎ ও জ্বালানিখাত সংস্কার এবং জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) শেরপুর জেলা শাখা।

ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২৪ বাস্তবায়নে অ্যাডভোকেসি ক্যাম্পেইনের আওতায় ১৭ নবেম্বর রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি সরবরাহের সকল পর্যায়ে স্বচ্ছতা, ন্যায্যতা, সমতা, যৌক্তিকতা ও জবাবদিহিতা তথা জ্বালানি সুবিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি জনগণ যেন সঠিক দাম, মাপ ও মানে বিদ্যুৎ এবং প্রাথমিক ও নবায়নযোগ্য জ্বালানি সেবা পায় এবং লুণ্ঠনের শিকার না হয়, সেজন্য ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২৪ বাস্তবায়নে ২১ দফা দাবি তুলে ধরা হয়।

ক্যাব শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাকিম বাবুল, নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, সদর উপজেলা সিপিবি’র সভাপতি দেবদাস চন্দ বাবু, আদিবাসী নেতা সুমন্ত বর্মণ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জ্বালানি অধিকার রক্ষা, পরিবেশগত বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য জ্বালানি  সুবিচার একটি বাস্তবতা। জ্বালানি রূপান্তরের মধ্যে জ্বালানি সুবিচার নিহিত। একই সময়ে, ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে জ্বালানি মূল্য বজায় রেখে জ্বালানি সুবিচার নিশ্চিত করতে হবে। 

দাবি বাস্তবায়নে মানববন্ধন থেকে ক্যাবের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ১৯ নবেম্বর মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে ২১ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেয়ার কথা জানানো হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh