নারীকে ছুরিকাঘাতে হত্যায় যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে নারীকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি মো. মান্না মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গ্রেপ্তার মান্না হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় থানায় হস্তান্তর করা হয়।

আজ রবিবার (১৭ নভেম্বর) বিকেলে র‌্যাব শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীর সাভার মডেল থানার ঝাউচর বাজারে অভিযান চালিয়ে মান্নাকে গ্রেপ্তার করা হয়।  

র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ অক্টোবর হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের পান্না আক্তার ও তার বান্ধবী লাকী আক্তার মান্নাকে পূর্ব বিরোধের জেরে মাটিতে ফেলে মারধর করেন। মান্না পালিয়ে যেতে চাইলেও তারা তাকে ধাওয়া করেন। এ সময় মান্না তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পান্নাকে আঘাত করে জখম করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় পান্নার মৃত্যু হয়। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।  

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, পান্না হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মান্নাকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh