ঘুষ গ্রহণ ও মামলা বাণিজ্যসহ নানা অভিযোগে কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমানকে এক মাস ২৮ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) তাকে প্রত্যাহারের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবিব পলাশ।
প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, রবিবার তাকে চট্টগ্রাম রেঞ্জে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেটি জেলা পুলিশের কাছে এসেছে। তার পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম গণ-অভ্যুত্থানের পর গত ১৯ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় যোগদান করেন। এর পর থেকে ঘুষ গ্রহণ ও মামলা বাণিজ্যসহ নানা অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh