বিএনপি নেতার নানা অনিয়মের অভিযোগ, ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে ছাত্র ও সাধারণ জনতা জাতীয় পতাকা, আবু সাইদ, মুগ্ধের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ও উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের একটি কুশপুত্তলিকা ঝাড়ু হাতে মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মনির আকনের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপজেলা কমিটির আহবায়ক এবং ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. আক্তারুজ্জামান কানন সিকদার, সদস্য সচিব মো. হেমায়েত হাওলাদার এবং সদস্য মো. সিদ্দিক জোমাদ্দার প্রমূখ।

তারা বলেন, শেখ হাসিনার পতনের পর থেকে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকন চাঁদাবাজি, দখলবাজি ও সাধারণ মানুষের ওপর হামলা ও মিথ্যা মামলাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাকে দ্রুত আইনের আওতায় আনা ও বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান তারা।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন বলেন আমাদের দলের অভ্যন্তরীণ কোন বিষয় থাকলে সেটা যারা মিছিল করেছে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। দলের কোন লোক কারো বিরুদ্ধে মিছিল করতে পারে না। প্রয়োজনীয় এবং জাতীয় বিষয় ছাড়া কোন মিছিল করা যাবে না। আমাদের কোন নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা লিখিত ভাবে জানালে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো। মিছিলে দলীয় কোন নেতাকর্মী থেকে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। অপমান-অপদস্ত করার জন্য দল কাউকে দায়িত্ব দেয়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh