ঝিনাইদহে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝিনাইদহে ৪ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ম্যাটস শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় তারা ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক আধা ঘণ্টার অবরোধ করে। সেখানে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের মূল ফটকে তারা বিক্ষোভ করে।

তাদের দাবিগুলো হলো- দশম গ্রেডে নিয়োগ অব্যাহত রাখা, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম বাতিল এবং ইন্টার্নশিপ বহাল, লাইট হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন ও উচ্চ শিক্ষার সুযোগ দেওয়া।

ম্যাটস শিক্ষার্থীরা দীর্ঘ কয়েক বছর উপরোক্ত দাবিগুলো নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ তারা ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক শান্তিপূর্ণভাবে অবরোধ করে।

এসময় অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ম্যাটস সভাপতি তৃতীয় বর্ষের মোহাম্মদ ম‌ঈন উদ্দিন, সাধারণ সম্পাদক তৃতীয় বর্ষের মোহাম্মদ তারিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বিতীয় বর্ষের আবু বক্কর সিদ্দিক।

বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, আমাদের সবসময় বৈষ্যম্যের শিকার হতে হচ্ছে। সরকার যদি আমাদের দাবিগুলো দ্রুত মেনে না নেয় তবে আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh