বেক্সিমকোর শ্রমিকদের আবারও মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ আছে। তবে বিকল্প পথে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল অব্যাহত আছে।

আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

এদিকে ওই শ্রমিক অসন্তোষকে ঘিরে নিরাপত্তার কারণে আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, এর আগে বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হয়েছে। শ্রমিকদের আশ্বস্ত করা হয়, রবিবার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এক মাসের বকেয়া বেতন দেওয়া হবে। কিন্তু রবিবার বিকেল পর্যন্ত বকেয়া বেতন না পেয়ে শ্রমিকরা আবারও অবরোধ-আন্দোলনে নামে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রাজিব হোসেন জানান, কিছু শ্রমিক বেতন পেলেও অনেকে এখনও তাদের বকেয়া বেতন পাননি। এ কারণে তারা সড়ক অবরোধ করেছেন। দুপুরের পর বাকি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা রয়েছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

পুলিশ ও শ্রমিকরা আরও জানান, গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানাগুলোতে কমপক্ষে ৪০ হাজার শ্রমিক কর্মরত আছেন। তাদের মধ্যে পোশাক কারখানার শ্রমিকেরা অক্টোবর মাসের বেতন পাননি। বকেয়া বেতনের দাবিতে গত ১৪ নভেম্বর আন্দোলনে নামেন তারা। গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিকের বেতনের টাকা পরিশোধের চূড়ান্ত আশ্বাস দেয় কর্তৃপক্ষ। অনেকেই বেতনের টাকা পেয়ে ওই দিন রাতেই অবরোধ প্রত্যাহার করে। এতে চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। শুক্র ও শনিবার ওই মহাসড়ক স্বাভাবিক ছিল। কিন্তু রবিবার সারাদিন অপেক্ষা করেও বাকি শ্রমিকেরা তাদের বকেয়া বেতনের টাকা না পেয়ে বিকেলে আবারও সড়ক অবরোধ করেন। রাতের বিরতির পর সোমবার সকাল থেকে আবারো অবরোধ শুরু করে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিনের মতো আজও শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। আশপাশের এলাকায় থানা-পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন আছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh