মানিকগঞ্জে আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় রংধনু আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

রংধনু আবাসিক হোটেলের ম্যানেজার মো. ওয়াসিম বলেন, গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত্রি যাপন করতে ওঠেন দুইজন। সোমবার সকাল ৯টায় রুম পরিষ্কারের জন্য গেলে দরজা ভেতর থেকে চাপানো পাওয়া যায়। এরপর মালিকপক্ষকে বিষয়টা অবগত করলে দুপুর সাড়ে ১২টায় দরজা খুলে নারীর মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে জানানো হয়।

তবে দম্পতি পরিচয়ে আসা দুজনের নাম পরিচয় জানাতে পারেননি হোটেল ম্যানেজার। হোটেলের রেজিস্ট্রারে স্বামী পরিচয়ে আসা ব্যক্তি রুবেল হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত গ্রাম উল্লেখ করে নাম এন্ট্রি করেছেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh