চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জ চাষাড়ায় বিক্ষোভ করেছে সনাতন জাগরণ মঞ্চ। এর আগে শহরের দেওভোগ এলাকা থেকে মিছিল নিয়ে চাষাড়া আসেন তারা।

আজ সোমবার (২৫ নভেম্বর) রাত ১০ টার দিকে চাষাড়ার গোল চত্বর ঘেরাও করে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের আন্দোলনে চাষাড়ার মোড়ের যান চলাচল বন্ধ হয়ে যায়।

কর্মসূচিতে ইসকন নেতা মানিক চন্দ্র সরকার ও মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন পালের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন।

থেমে থেমে ৫ বার সড়ক অবরোধ করেন তারা। পরে বিএনপি নেতারা এসে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে ও সড়ক ছেড়ে দিতে বলেন। 

রাত ১১ টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা।

এদিকে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ অবস্থান নিয়ে আছে। এ ছাড়াও গোল চত্বরের বিভিন্ন পাশে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা।

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে হেফাজতে নেওয়ার কথা জানায় ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh