মানিকগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

বহুল আলোচিত ও চাঞ্চল্যকর রুকসানা হত্যাকাণ্ডের ৮ ঘণ্টা র মধ্যে হত্যার রহস্য উন্মোচন ও আসামি মো. রুবেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল সোমবার (২৫) নভেম্বর রাতে মহানগরীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল (৩৭) মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত গ্রামের মো. লাল মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) র‍্যাব-৪ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত ২৪ নভেম্বর রাত পৌনে ২টার দিকে ভিকটিমকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রংধনু নামে একটি আবাসিক হোটেলে নেয়ে যান তার স্বামী। পরের দিন সকালে পুলিশ রোকসানার মরদেহ উদ্ধার করে। তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাবের চৌকশ একটি আভিযানিক দল ক্লুলেস হত্যাকাণ্ডের ৮ ঘণ্টার মধ্যে আসামি রুবেলকে গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করে।

রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে র‍্যাব জানায়, আবাসিক হোটেলের শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রোকসানাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান রুবেল। 

এ দিকে গত ২৫ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের সদর থানার আলোচিত ও চাঞ্চল্যকর আশরাফুল ইসলাম পলাশ (৩৩) হত্যা মামলার প্রধান আসামি মো. সোয়েব (২২) ও মো. ছাকিন খানকে লালমনিরহাট জেলার সদর থানার তিস্তা ব্রিজ এলাকার কাছ থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা মানিকগঞ্জ সদর থানার পশ্চিম বান্দুটিয়া এলাকার জনৈক আমজাদ হোসেনের ছেলে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh