যশোর পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে তিন যুবককে আটক করেছে পুলিশ। যশোর আব্দুর রাজ্জাক কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুরের বরিশাবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. মিলনের ছেলে শিপন হোসেন রাসেল (২২), শেরপুরের শ্রীবর্দি উপজেলার গৌরজরিনা গ্রামের ছবর আলীর ছেলে সামিউল হক (৩০) ও নেত্রকোনার সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন(২৮)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, যশোরে পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। শহরের আব্দুর রাজ্জাক কলেজ কেন্দ্রে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের আইডি কার্ড যাচাইকালে দেখা যায় পরীক্ষার্থী আলিমুলের স্থলে পরীক্ষা দিচ্ছেন শিপন হোসেন রাসেল, মোহাম্মদ রাসেলের স্থলে পরীক্ষা দিচ্ছেন শামিউল হক ও রাকিবুলের স্থলে পরীক্ষা দিচ্ছেন সানোয়ার হোসেন। এ সময় ওই তিনজনকে আটক করা হয়।
ওসি আরো বলেন, আটক তিনজনের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ এনে নিয়মিত মামলা করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh