দেবীগঞ্জে ২ সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পঞ্চগড়ের দেবীগঞ্জে একই দিনে দুই সারের দোকানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

এর আগে দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এলাহী ট্রেডার্স ও মা বীজ ভাণ্ডার নামে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলতি ইরি মৌসুমে পর্যাপ্ত সার মজুদ থাকার পরও সারের কৃত্রিম সংকট তৈরি ও অননুমোদিত সার বিক্রেতাদের কাছে উচ্চ মূল্যে সার বিক্রি করে কৃষককে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠে।

অভিযোগের প্রেক্ষিতে গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুরাব হোসেন প্রতিষ্ঠান দুইটিতে অভিযান পরিচালনা করেন এবং অভিযোগের সত্যতা পান। পরে এলাহী ট্রেডার্সের পরিচালক হাছেন আলীকে ৬ মাসে সশ্রম কারাদণ্ড ও মা বীজ ভাণ্ডারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে এই দণ্ড আরোপ করা হয়। এর মধ্যে এলাহী ট্রেডার্স বিসিআইসির ডিলার ও মা বীজ ভাণ্ডার হলো বিএডিসির ডিলার।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমীনও উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh