১২০ টাকায় সরকারি চাকরি পেল ৩৬ তরুণ-তরুণী

কোন ধরনের সুপারিশ ও হয়রানি ছাড়াই মেধার ভিত্তিতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন লালমনিরহাটের ৩৬ জন তরুণ-তরুণী। 

আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিল সেডে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণদের ফলাফল ঘোষণা করেন। এতে ৩০ জন ছেলে এবং ৬ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম (প্রশাসন ও অর্থ) লালমনিরহাট সদর থানার ওসি আবদুল কাদের উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, লালমনিরহাটের প্রায় ৩৬০০ জন প্রার্থী কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে ৩৬ জনকে প্রাথমিক নিয়োগ দেওয়া হয়েছে। মেধা কোটা ব্যতীত অন্য কোনো কোটার প্রার্থী লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়নি। নির্বাচিত এসব প্রার্থীরাও কোনো প্রকার অনিয়ম দুর্নীতির আশ্রয় না নিয়ে নিঃস্বার্থভাবে দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেবে বলে আমি আশা করি। 

নির্বাচিত প্রার্থী ও তাদের অভিভাবকের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, ১২০ টাকায় আপনাদের সন্তানদের সরকারি চাকরি হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতারক চক্রের সদস্যরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে তারা চাকরি পাইয়ে দিয়েছেন বলে প্রলোভন দেখাতে পারে। এমন ঘটনা ঘটলে বিষয়টি পুলিশকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh