নাটোরের লালপুরে শম্পা খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনার জেরে হাফিজুর রহমান নামে এক ইউপি সদস্যকে মারধর করেছে ওই গৃহবধূর স্বজনরা।
আজ সোমবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে এঘটনা ঘটে। মৃত শম্পা একই গ্রামের সুমন আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিলে বাড়ির লোকজন জানতে পেরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে এই ঘটনার জেরে ওই এলাকার ইউপি সদস্য হাফিজুর রহমান বিগত সময় ওই দম্পতির শালিশ করায় শম্পার স্বজনরা ক্ষিপ্ত হয়ে উপজেলার ঠাকুরমোড়ে পথরোধ করে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু বলেন, মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। আর মারধরের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh