সুনামগঞ্জে ভুয়া পুলিশসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা সীমান্তে বৃদ্ধি পেয়েছে চোরাচালান। সীমান্ত চোরাকারবারীরা নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে ভারত থেকে মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল পাচার করার পর এবার শুরু করেছে চাঁদাবাজি। খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে ভুয়া পুলিশসহ ২ জনকে গ্রেপ্তার করাসহ ১টি মোটরসাইকেল জব্দ করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সোমবার (২ ডিসেম্ভর) ভোর ৫টায় জেলার তাহিরপুর উপজেলার লাউড়ের গড় সীমান্তের ১২০৩-এর ৩ এস পিলার সংলগ্ন ও সাহিদাবাদ বিজিবি পোষ্টের সামনে দিয়ে প্রায় ৩-৪শ লোক দিয়ে ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে পাথর পাচার শুরু হয়। পাচারকৃত পাথর ঠেলাগাড়ি দিয়ে বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত রাস্তার দুই পাশেসহ লাউড়ের গড় বাজার ও তার আশেপাশে অবস্থিত পাথর মিলে মজুত করা হয়। তার আগে রাতভর এই সীমান্তের জাদুকাটা নদী দিয়ে সীমান্ত কিংখ্যাত সোর্স পরিচয়ধারীরা বিজিবির নাম ভাঙ্গিয়ে প্রতি বারকি নৌকা থেকে ২শ টাকা করে চাঁদা নিয়ে প্রায় ২-৩শ নৌকা দিয়ে ভারতের ভিতর থেকে অবৈধ ভাবে কয়লা ও পাথরসহ মদ, চিনি, নাসিরউদ্দিন বিড়ি পাচার করাসহ পাশের টেকেরঘাট সীমান্তের লাকমা, টেকেরঘাট উচ্চ বিদ্যালয় ও পুলিশ ফাঁড়ির পিছন দিয়ে নীলাদ্রী লেকপাড়, জয়বাংলা বাজার ও বুরুঙ্গা এলাকা দিয়ে কয়লা ও চুনাপাথর পাচার করে নীলাদ্রী লেকপাড় ও জয়বাংলা বাজারের পাশে ২০-৩০টা ডিপুতে মজুদ করে ওপেন বিক্রি করে সোর্স পরিচয়ধারী চোরাকারবারীরা। কিন্তু বিজিবির পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়ার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে সকালে পাশের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইতলা এলাকায় বিজিবি অভিযান চালিয়ে পুলিশের পোশাক পড়া অবস্থায় বাকির হোসেন (২৮) নামের ভুয়া পুলিশসহ তার সহযোগী তাবারত হোসেন (৩০) কে আটক করে এবং তাদের ১টি মোটরসাইকেল জব্দ করে। আটককৃতরা তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মুকশেদপুর গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক একেএম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, ভুয়া পুলিশসহ আটককৃত ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হাস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh