কক্সবাজার সমুদ্র পাড় সংলগ্ন ঝাউবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার (২ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান।
গ্রেপ্তাররা হলেন- মহেশখালী পৌরসভার গোরকঘাটা উত্তর ঘোনারপাড়ার ইকবাল হোসেন ফয়সাল (৩৪) এবং ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মো. আরমান হোসেন (৩৪)।
ওসি ইলিয়াস খান বলেন, সোমবার সকালে সমুদ্র সৈকতের ঝাউবাগান সংলগ্ন এলাকায় কিছু লোকজন অস্ত্র নিয়ে অবস্থান করার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় দেশীয় তৈরি চারটি বন্দুক ও দুটি গুলি।
ওসি বলেন, আটকদের দেওয়া তথ্যমতে ঘটনাস্থলের কিছু দূরে রাখা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত অস্ত্রের উৎস জানতে কাজ করছে পুলিশ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh