নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় ডিপিডিসি'র বিদ্যুৎ (পূর্ব-পশ্চিম) অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
সশস্র ডাকাত দল ট্রাক নিয়ে এসে নিরাপত্তারক্ষীসহ লাইনম্যানদের বেঁধে রেখে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ বিপুল পরিমাণ তামার লুপ লুট করে নিয়ে গেছে। একই সঙ্গে সবার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনও নিয়ে যায় ডাকাতরা।
২ ডিসেম্বর দিবাগত রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। দুপুরে এ ঘটনায় বিদ্যুৎ অফিস পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
কিল্লারপুল বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা রাসেল নামে একজন বলেন, রাতে নিরাপত্তাকর্মী ও লাইনম্যান মিলিয়ে ১৪ জন দায়িত্বে ছিলেন। ডাকাত দল দেয়াল টপকে প্রথমে ৮ জন ও পরে মোট ১৬-১৭ জন প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের কাছে থাকা নগদ ৫২ হাজার টাকা ও সবার মোবাইল নিয়ে যায় ডাকাতেরা।
এর মধ্যে যাবার সময় একটি মোবাইল ফেলে যায়। তিনি বলেন, পরে ট্রাকে করে একটি ট্রান্সমিটার ও তামার লুপ নিয়ে যায় ডাকাতরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির বলেন, তদন্ত ও বিভিন্ন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এর মাঝে সিসিটিভি ফুটেজ দেখে আমরা তদন্ত করব। এখানে একটি পুরাতন ট্রান্সমিটার নিয়ে গেছে। কেউ হতাহত নেই। ডাকাতদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh