ভোলায় মৎস্য অভিযানে জেলেদের হামলা, আহত ৫

ভোলায় মেঘনা নদীতে মৎস্য বিভাগের পরিদর্শন দলের উপর জেলেদের হামলায় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছে। আহতদের ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, মৎস্য বিভাগের একটি দল তাদের নিয়মিত কাজের  অংশ হিসাবে আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে মেঘনা নদীর কাঠির মাথা এলাকায় জেলেদের অবৈধ জাল ব্যবহারসহ বিভিন্ন কর্মকাণ্ড মনিটরিং করতে যায়।

এ সময় দলটি মেঘনার চরে ঘেরজাল দেখতে পেয়ে তা অপসারণ করতে গেলে জেলেরা চড়াও হয়ে অভিযানকারী দলের ওপর হামলা চালায়। এতে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানসহ দলের ৫ জন আহত হয়েছে। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীল এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এর মধ্যে জেলেরা পালিয়ে যায়। তবে পুলিশ এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh