ঢাকা-বুড়িমারী মহাসড়কে দাঁড়িয়ে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানালেন লালমনিরহাটের পুলিশ সুপার রফিকুল ইসলাম।
আজ বুধবার (৪ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তিনি হেলমেট বিতরণ ও সচেতনতা মূলক প্রচারণা চালান।
এসময় পুলিশ সুপার মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় গাড়ির কাগজপত্র সাথে রাখার ও হেলমেট পরিধান করে গাড়ি চালানোর আহ্বান করেন।
তিনি বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই গাড়ি অধিক গতিতে না চালিয়ে ট্রাফিক আইন মেনে ও হেলমেট পড়ে গাড়ি চালালে সুরক্ষিত থাকা যায়। তাই প্রত্যেক মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধান করা প্রয়োজন।
এসময় হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চলমান থাকবে বলে জানান জেলা ট্রাফিকের ইনচার্জ।
ট্রাফিক সচেতনতামূলক ওই প্রচারণায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাদের, ডিবি অফিসার ইনচার্জ আমিলুন ইসলাম, ট্রাফিক অফিসার ইনচার্জ মনির ইসলাম, পুলিশ পরিদর্শক আশিষ কুমার পাল, ট্রাফিক পুলিশের সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh