শেরপুরে সেনা অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা ও কম্বল জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কম্বল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল বুধবার (৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব জিরা ও কম্বল জব্দ করা হয়। 

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ানের নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল, ল্যাফটেন্যান্ট সানজিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাসসহ সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি টিম নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালায়। 

এ সময় সেখানে একটি কলাবাগানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪৫ বস্তা কম্বল এবং পরে স্থানীয় মো. রুহুল আমিনের গোয়ালঘর থেকে আরও ১০০ বস্তা কম্বলসহ মোট ৭২১ পিস কম্বল উদ্ধার করা হয়। পরে সেখানে আরও তল্লাসী করে অবৈধভাবে আমদানী করা ৩০৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। 

জব্দকৃত কম্বলের মূল্য প্রায় ২৯ লাখ টাকা এবং জব্দকৃত জিরার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। এছাড়া এসব অবৈধ পণ্য পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয় যার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। তবে অভিযানকালে বাড়ির মালিক ও এসব পণ্য চোরাকারবারীর সাথে জড়িত রুহুল আমিন আগেই পালিয়ে যান। রুহুল আমিন এর আগেও ভারতীয় চিনি চোরাকারবারীর অভিযোগে পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।

এ ব্যাপারে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিয়ান জানান, জব্দকৃত মালামাল তালিকা করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh