আ. লীগ নেতার বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুলকে হাত-পা কেটে নির্মমভাবে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ বাচ্চু ও তার ভাই আনছার উল্লাহর নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। 

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও রেকর্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রায় দুই মিনিটের অডিও রেকর্ডে শোনা যায় আতাহার ইকবাল দাদুলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার  হুমকি দিয়ে যাচ্ছে এক যুবক।

এ ঘটনায় ধলঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার ইকবাল দাদুল গত (৩ ডিসেম্বর) মহেশখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন। 

এতে আনছার উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু, কলিম উল্লাহ ও রুহুল কাদের বজলকে অভিযুক্ত করা হয়েছে।  

ভুক্তভোগী আতাহার ইকবাল দাদুল বলেন, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ বাচ্চু গত তিনমাস আগে অস্ত্র নিয়ে ধরা পড়লে, সরকার আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন। তখন থেকে আমি জনগণের সেবায় নিয়োজিত রয়েছি। সাম্প্রতিক সময়ে আহসান উল্লাহ বাচ্চু জামিনে মুক্তি পেলে আমাকে নানাভাবে হেনস্তা ও ভয়ভীতি দেখিয়ে আসছে। সর্বশেষ গত ২ ডিসেম্বর আমার মুঠোফোনে কল দিয়ে খুব নোংরা ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন বাচ্চুর ভাই  আনছার উল্লাহ। আমার হাত-পা কেটে হত্যা করে  নদীতে ভাসিয়ে দেবে বলে হুমকি দেয় সন্ত্রাসী আনছার উল্লাহ। তার এহেন ব্যবহারে আমি এবং আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এই সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার ইকবাল। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, ‘চেয়ারম্যানের অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh