লক্ষ্মীপুরে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই ব্যবসায়ীকেও। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলায় ঝুমুর সিনেমা হল এলাকা থেকে অপহৃত হন ব্যবসায়ী শাহ আলম। পরে রাতে তাকে উদ্ধার করা হয়। শনিবার দুপুরে বাদী হয়ে সদর থানায় এ নিয়ে মামলা করেন তিনি।

পুলিশ জানায়, ঝুমুর সিনেমা হল এলাকা থেকে ফল কিনে আত্মীয়ের বাড়িতে যেতে প্রস্তুতি নিচ্ছিলেন শাহ আলম। এ সময় অপহরণকারী চক্রের সদস্য কাউছার হোসেন ও রবিউল ইসলাম সানিসহ চারজন তার মুখ চেপে ধরে তাকে অটোরিকশায় তুলে নেন। 

অপহরণের পর শাহ আলমের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে নেন অপহরণকারীরা। এ ছাড়া বিকাশ ও নগদের পিন কোড নিয়ে টাকাও উত্তোলন করে চক্রটি। এক পর্যায়ে রাতে সদর উপজেলার মজুচৌধুরীহাট এলাকায় নিয়ে শাহ আলমকে মারধর করে পরিবারের কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি। এ সময় ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে দু’জনকে আটক করে। বাকি দু’জন পালিয়ে যায়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে গ্রেপ্তার করাসহ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে অপহরণের শিকার ব্যবসায়ী শাহ আলম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সদর উপজেলার বাসিন্দা জাবেদ হোসেনের ছেলে কাউছার হোসেন ও ইছমাইল হোসেনের ছেলে রবিউল ইসলাম সানিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এই মামলায় আটক দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh