ধলেশ্বরী নদী দিয়ে যাওয়ার সময় সেতুর পিলারে ধাক্কা খেয়েছে ঢাকা থেকে চাঁদপুরগামী লঞ্চ এমভি সোনারতরী-২।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) আনুমানিক সকাল ৯টা ১৫ মিনিটে এই দুর্ঘটনার ঘটে।
জানা যায়, ঘন কুয়াশার কারণে লঞ্চটি ধীরে ধীরে চলছিল। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী দিয়ে যাওয়ার সময় মুক্তারপুর সেতুর পিলারে ধাক্কা খায় লঞ্চটি। এতে পিলারের কিছু অংশের পলেস্তারা খসে লঞ্চের সামনের অংশে পড়ে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, ব্রিজটা অনেক বড়। দূর থেকে দেখা যাচ্ছিল। লঞ্চটি যদি দ্রুতগতিতে চলত তাহলে বড় দুর্ঘটনা হতে পারত। এ বিষয়ে চালককে আরও সতর্ক হওয়া উচিত ছিল।
এদিকে লঞ্চের কর্মচারীদের ভাষ্য, এটা একটা সাধারণ ঘটনা। এমনটা সব লঞ্চের সাথেই প্রায়শ হয়ে থাকে।