কুলিয়ারচরে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে আলী আকবরী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজি চালক কালাম ওরফে কালা চাঁন (৪২)। তিনি কুলিয়ার উপজেলার দারিয়াকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। অপরজন হলেন, সিএনজি যাত্রী মো. আবু আল হেলাল (৪৯)। তিনিও একই উপজেলার বাসিন্দা ছিলেন।

আহতরা হলেন, মো. রুবেল (৫০) ও অজ্ঞাতনামা এক নারী।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সিএনজি চালক কালা চাঁন ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে চারজন যাত্রী নিয়ে রওনা হন। গাড়িটি কুলিয়ারচর উপজেলার আলী আকবরী পেট্রোল পাম্প অতিক্রম করার সময় কিশোরগঞ্জ থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১২-০৩২৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক কালা চাঁন ও যাত্রী হেলাল নিহত হন। এসময় স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে জহুরুল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত সিএনজি চালকের মামাতো ভাই মোহাম্মদ আলী বলেন, আমার ভাই ফজরের নামাজের পর গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। ভৈরব থেকে চারজন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পাম্পের কাছে আসলে মাইক্রোবাসটি সিএনজিকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার ভাই ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

নিহত হেলালের চাচাত ভাই আবুল কালাম (সাবেক ইউপি সদস্য) বলেন, হেলালের চট্টগ্রামে একটি পাদুকা কারখানা আছে। সেখান থেকে আজ সকলে বাড়িতে আসার উদ্দেশ্যে ভৈরব থেকে সিএনজিতে উঠেন। কিন্তু বাড়ির কাছাকাছি এসে দুর্ঘটনায় নিহত হন।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার এসআই মো. বাবুল মিয়া বলেন, মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ দুইজনের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এছাড়াও মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh