চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের একটি আমবাগান থেকে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
আজ দুপুর দেড়টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদকর্মীদের কাছে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানান।
এ ব্যাপারে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়েরের পর জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হবে বলে জানান তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh