দিনাজপুরের বোচাগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের সুকদেবপুর এলাকায় টাঙ্গন নদীতে অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার ( ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন।
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ট্রাকটার চালক মো.রায়হান ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, দীর্ঘদিন থেকে বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের পারঘাটা সুকদেবপুর এলাকায় টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিল একটি চক্র। মঙ্গলবার গোপণ সংবাদের ভিক্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা খবর পেয়ে অভিযান চালান। এসময় বালু ভর্তি একটি ট্রাকটারসহ চালক মো.রায়হান ইসলামকে আটক করা হয়। অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : দিনাজপুর বোচাগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh