সাবেক এমপি টিপু রিমান্ডে, অনুসারীকে গণধোলাই

জাতীয় নির্বাচনে বোট জালিয়াতি এবং কেন্দ্র দখলের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বরিশালের বাবুগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৪ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে জনগণ সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাকে বরিশালের মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোটা জালিয়াতি, কেন্দ্র দখল এবং বিএনপির এজেন্ট বের করে দেয়াসহ একাধিক অভিযোগ এনে টিপুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন আনোয়ার হোসেন বাবলু। ওই মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। এ সময় টিপুর জামিনের আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে জামিন আবেদন না মঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে আদালতে নিয়ে আসা হলে আদালত চত্বরে তার অনুসারী এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায় গণধোলাইয়ের শিকার হন টিপুর এক অনুসারী। তখন আদালত চত্বরে উপস্থিত বিএনপি নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে পুলিশের জিম্মায় দেওয়া হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh