ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রাম ট্রাক, পিকাপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষতে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

আজ বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার বিজয়নগর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের আমতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাসিরনগর উপজেলার দাতমন্ডল গ্রামের মৃত লুতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫), মাধবপুর উপজেলার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে রাইছা (১১ মাস) ও পাবেল মিয়া (৩০)।

আহতরা হলেন- আবু হানিফ (৪০), রুনা আক্তার (৩৫), সাফিয়া বেগম (৬০), তানভির (১০), আব্দুল হামিদ মাসুদ (৬০), বিল্লাল হোসেন (৩০)।

বিশ্বরোডের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, বুধবার ভোর প্রায় সাড়ে ৫টার দিকে সিলেটগামী মাইক্রোবাস, পিকাপ ভ্যান ও কুমিল্লাগামী বালুর ট্রাকের সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনকে উদ্ধার করা হয়েছে। 

আহতদের উদ্ধার করে প্রথমে মাধবপুর সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh