নেত্রকোণায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ইয়াবাসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তি হলেন নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার জালশুকা গ্রামের মো. মঞ্জু তালুকদার (৫৩)।

আজ শনিবার (১ডিসেম্বর) রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা জেলা শহরের সাতপাই এলাকায় স্টেডিয়ামে আর্মি ক্যাম্পের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এ তথ্য নিশ্চিত করেন। 

সেনাবাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার শ্যামগঞ্জ নামক এলাকায় সেনাবাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবাসহ মঞ্জু তালুকদারকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির ঘর থেকে ১৪ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঞ্জু তালুকদারকে মাদকদ্রব্যসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh