মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠি আরাকান আর্মি (এএ) কর্তৃক ধরে নিয়ে যাওয়া কক্সবাজারের উখিয়ার ৪ জেলের খোঁজ মিলেনি এক মাসেও। এ নিয়ে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা রয়েছেন চরম উদ্বেগ উৎকণ্ঠায়।
গত ১৩ নভেম্বর বিকেলে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৫ জেলে সীমান্তের নাফ নদীতে মাছ ধরতে যায়। তাদের ১৪ নভেম্বর ফেরার কথা থাকলেও ফিরেনি। এর মধ্যে জানাজানি হয় ১৪ নভেম্বর তাদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। ১৬ নভেম্বর সকালে নাফ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায় এক জেলের মরদেহ। মৃত জেলে ছৈয়দুল বশর পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
নিখোঁজ অপর চারজন হলেন- পূর্ব ফারিরবিল এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউসুফ, নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসলাম ও মুহাম্মদ আবদুল্লাহর ছেলে ইউছুফ জালাল।
নিখোঁজ ইউসুফের বাবা মনজুর আলম জানান, এক মাস হলেও ছেলের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ছেলে জীবিত নাকি মারা গেছে এ চিন্তায় পরিবারের সদস্যরা অস্থির অবস্থায় রয়েছে।
পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, ৪ জনকে ফেরত আনতে আইন শৃঙ্খলাবাহিনীর সাথে যোগাযোগ অব্যাহত রাখা হলেও কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে আরাকান আর্মির সাথে যোগাযোগ করে তথ্য জানা জরুরি।
এ বিষয়ে উখিয়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, নিখোঁজ জেলেদের বিষয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়া হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মিয়ানমার আরাকান আর্মি কক্সবাজার উখিয়া নিখোঁজ জেলে
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh