কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রতিশ্রুতিতে জিম্মি করে মুক্তিপণ আদায়কালে ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বিশেষ অভিযান পরিচালনা করে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, শনিবার সকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়ায় এ অভিযান চালানো হয়। তবে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, তিনজন নারী ও ১২ জন শিশু রয়েছে। তারা সকলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
ওসি গিয়াস উদ্দিন বলেন, শনিবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়া এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করে জিম্মিপূর্বক মুক্তিপণ আদায়ের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলামের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, উদ্ধার রোহিঙ্গারা জানিয়েছেন দালাল চক্রের লোকজন মালয়েশিয়া পাচারের উদ্দেশে তাদের জড়ো করেছিল। পরে তাদের জিম্মি করে দালালরা মুক্তিপণ আদায় করে।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh