ঝিনাইদহ সীমান্ত থেকে ভারতের ৩ নাগরিক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতের তিন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম মাইলবাড়িয়া থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরিণঘাটা থানার সুবেন্দ্রপুর গ্রামের কশৈল্লা সরকার ও শেহজানপুর জেলার ভান্ডা থানার রাড়ুয়া গ্রামের কাজল বার্মা, উত্তর প্রদেশের শাহপুর থানার বাশারতপুর গ্রামের জাউন কল্লবীন।

৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে কিছু ভারতীয় বাংলাদেশে বিনা ভিসায় অনুপ্রবেশ করতে যাচ্ছে । সেসময় শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মেহগনি বাগান থেকে তাদের আটক করে।

আটক তিনজনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh