শেরপুরের নালিতাবাড়ীর রসাইতলা শিংমারী এলাকায় ধান ক্ষেত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দীক (৬২)। তিনি পাশ্ববর্তী পলাশীয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে শেরপুরের নালিতাবাড়ীর রসাইতলা শিংমারী এলাকায় একটি ধান ক্ষেতে মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন পুলিশ। এ সময় লাশের পাশ থেকে একটি বিষের বোতল উদ্ধার করে পুলিশ।
এসময় ঘনটাস্থল পরিদর্শন করতে এসে সহকারী পুলিশ সুপার (সার্কেল নালিতাবাড়ী) দিদারুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে তার মৃত্যু ঘটতে পারে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশটি ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শেরপুর নালিতাবাড়ী মরদেহ উদ্ধার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh