নেত্রকোণায় জমি নিয়ে দ্বন্দ্বে ভাইকে কুপিয়ে হত্যা

নেত্রকোণার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আফজাল হোসেন হৃদয় (২৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। 

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা সদরের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার থেকেই ধারালো অস্ত্র নিয়ে হামলার পরিকল্পনা করে আসছিলেন বড় ভাই ইকবাল। আজ বুধবার সকালে ছোট ভাই হৃদয়কে ধারালো চুরি দিয়ে বুকে এবং কপালে আঘাত করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত আফজাল হোসেন হৃদয় পূর্বধলা উপজেলা সদরের জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে। 

নিহত আফজাল হোসেন হৃদয়ের স্ত্রী রুপা আক্তার জানান, আমার স্বামী ও তার বড় ভাইয়ের মধ্যে পৈতৃক জমি-জমা ভাগাভাগি করে দেওয়া হয়েছে। কিন্তু এ নিয়ে বড় ভাই অসন্তুষ্ট ছিলেন। শত্রুতা পোষণ করে গতকাল থেকেই ধারালো অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছিলেন। আমার স্বামীকে গতরাত থেকেই ঘরে আটকে রাখি কিন্তু আজ সকালে ঘর থেকে বের হতেই তাকে কুপিয়ে হত্যা করে। আমাদের তিনটি ছোট ছোট বাচ্চা নিয়ে এখন কিভাবে চলবো। আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত ইকবাল পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh