বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে কম সময়ে পাসপোর্ট করে দেয়ার অভিযোগে এক নারীসহ দুই দালালকে আটক করেন তারা।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত দুই জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরর মাধ্যমে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৪০০ টাকা করে জড়িমানা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সামনে থাকা দালাল সাইদা বেগম ও জাকির হোসেন। তাদেরকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেয়া বরিশাল দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা জানান, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে মানুষকে জিন্মি করে অতিরিক্ত টাকার বিনিময়ে পাসপোর্ট করিয়ে দেয়ার কথা বলে দালার চক্র বেশি টাকা হাতিয়ে নিচ্ছে। এমন অভিযোগে সকাল থেকে অভিযান পরিচারনা করা হয়। এর সাথে জড়িত থাকায় দুইজনকে এয়ারপোর্ট থানা পুলিশের মাধ্যমে হাতেনাতে আটক করা হয়।
দালাল চক্রের সাথে পাসপোর্ট অফিসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানান এই কর্মকর্তা।
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন জানান, আমরা আশা করছি দুদকের এ অভিযানের ফলে মানুষ সতর্ক হবে। তাছাড়া পাসপোর্ট অফিসের কেউ এদের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh