নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের মরদের উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বেগমগঞ্জ ইউনিয়নের মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মোতালেব (৭৫) একই ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুকুরে মোতালেব মিয়ার লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, মোতালেব ভারসাম্যহীন ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে, ভবঘুরে চলাফেরা করার সময় পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নোয়াখালী বেগমগঞ্জ মরদের উদ্ধার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh