কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে অস্ত্রধারীরা ১৯ বনকর্মীকে অপহরণের অভিযোগ উঠেছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার জাদিমুড়ার পশ্চিমে এ অপহরণের ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- আইয়ুব খান (১৮) , আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম(২১), সামছু (৪০),ইসমাইল (৩৫),মোহাম্মদ হাসিম (৪০),নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০),সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০),মাহাতা আমিন (১৮) সাইফুল ইসলাম (২২),সৈয়দ (৫০), রফিক (৩৩)। বাকি দুজনের নাম এখনও পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন,অপহরণের শিকার বনবিভাগের ১৯জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বনবিভাগের অধীনে ১৯ জন পাহাড়ে কাজ করতে যান।এসময় তাদের কিছু লোক ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : টেকনাফ বনকর্মী অপহরণ অস্ত্রধারী
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh