কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির কেয়ারটেকারের বাসার ওয়্যারড্রোব থেকে সাহাল (৩) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু উপজেলার কালিকাপ্রসাদ এলাকার কাতার প্রবাসী সানাউল্লাহ বাবুর ছেলে।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে শহরের পঞ্চবটি এলাকার দিল মোহাম্মদের বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার হাছান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া নিহত শিশুর মা মোমেনা বেগমকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত শিশুটির স্বজনদের দাবই, প্রবাসীর স্ত্রী মোমেনা বেগমকে বিয়ের প্রস্তাব দেন হাসান মিয়া। এতে রাজি না হওয়ায় শিশুটিকে হত্যা করে থাকতে পারে হাসান।
পুলিশ জানায়, শিশুটি নিখোজের পর থেকে বাড়ির কেয়ারটেকার হাসান মিয়ার কক্ষটি তালা বদ্ধ পাওয়া যায়। পরে তালা ভেঙে কক্ষের ভেতরে থাকা ওয়ারড্রোব থেকে নিহত সাহালের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতদের দাদি নাসিমা বেগম বাদী হয়ে হাসানকে আাসামি করে হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কিশোরগঞ্জ ভৈরব শিশুর মরদেহ উদ্ধার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh