রাঙ্গামাটির লংগদু উপজেলায় মানুষের ভালোবাসা ও বন বিভাগের তড়িৎ পদক্ষেপের কারণে তিন দিনেই সুস্থ হয়ে উঠেছে একটি এশিয়ান বন্য হাতি। শরীরের একাধিক ক্ষত নিয়ে থাকা অসুস্থ হাতিটি চিকিৎসার পর পুনরায় বনে ফিরে গেছে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে এলিফ্যান্ট রেসপন্স টিম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙ্গামাটির লংগদু উপজেলার প্রত্যন্ত জনপদ রাঙিপাড়ার সংরক্ষিত বনে গত রবিবার দেখা মিলে অসুস্থ পুরুষ বন্য হাতির। হাতিটির শরীরের একাধিক স্থানে আঘাত পাওয়ায় চলাফেরা সীমিত হয়ে পরে। হাতিটির যাতে কেউ ক্ষতি করতে না পারে সেজন্য কাজ শুরু করে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি)। টিমের সদস্যরা হাতির সুরক্ষায় সার্বক্ষণিক পাহারা ব্যবস্থা করে।
এদিকে, মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ভেটোনারি অ্যান্ড এমিনেম সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিকেল অ্যান্ড সার্জারি বিভাগের একদল চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করে। জঙ্গলে থাকা হাতিকে চেতনা নাশক ইনজেকশন দিয়ে অজ্ঞান করে চিকিৎসা দেয়া হয়। অসুস্থ হাতি সুস্থ করার পাশাপাশি পাবলাখালী রেঞ্জে থাকা প্রতিটি হাতির সার্বিক সুরক্ষায় কাজ করছে বন বিভাগ। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে গড়ে তোলা হয়েছে এলিফ্যান্ট রেসপন্স টিম। বন বিভাগের নির্দেশনায় কাজ করে এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা।
এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্য জয়নাল জানান, স্থানীয়ভাবে আমরা জানতে পারি একটি বন্য হাতি অসুস্থ হয়েছে। পরে বিষয়টি বন বিভাগকে জানাই।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার বলেন, এলিফ্যান্ট রেসপন্স টিমের মাধ্যমে আমরা বন্য হাতির অসুস্থতার খবর জানতে পারছি। পরবর্তীতে চিকিৎসকরা এসে হাতিটিকে চিকিৎসা দিয়েছেন। আপাতত বন্য হাতিটি শঙ্কামুক্ত।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) উপ-বন সংরক্ষক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, লংগদু উপজেলার রাঙিপাড়ায় একটি বন্য হাতির অসুস্থতার খবর পাই আমরা। এ নিয়ে আমরা সিভাসু ও ডুলাহাজারা সাফারি পার্কের সহায়তা চেয়েছি। আজ মেডিকেল টিম গিয়ে হাতিটিকে চিকিৎসা দিয়েছে। হাতিটিকে সুস্থ করে তোলা হয়েছে।
প্রসঙ্গত, পাবত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন পাবলাখালী রেঞ্জে ১৩টি বন্য হাতি রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh