ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বন্ধুদের সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে বাসার ছাদে উঠেছিলেন ইশতিয়াক আহমেদ নামে এক এসএসসি পরীক্ষার্থী। হঠাৎ সেখান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বড়াইগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশতিয়াক আহমেদ কালিকাপুর এলাকার ইকবাল হোসেন বাবুর ছেলে ও বনপাড়া জোসেফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দা সাইফুর রহমান জানান, বনপাড়া কালিকাপুর এলাকার প্রকৌশলী শফি আহমেদের বাসার ছাদে বন্ধুদের সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে অসাবধানতাবশত তিনতলা থেকে পড়ে যান ইশতিয়াক। পরে তাকে বনপাড়ার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইশতিয়াকের বাবা ইকবাল হোসেন বাবু বলেন, আমার ছেলে লেখাপড়ায় খুব ভালো ছিলেন। সে এভাবে চলে যাবে ভাবতেও পারিনি।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh