নাটোরে তুহিন হাসান নামের এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ছাতনী ইউনিয়ন ছাত্রদলের কর্মী তুহিন স্থানীয় ভাটপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় স্থানীয় কিশোর গ্যাং আকাশের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে তুহিনের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তুহিনকে কুপিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। হাসপাতালে জেলা ছাত্রদল নেতাদের পাঠানো হয়েছে। কারা তুহিনকে আক্রমণ করেছে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। তবে যারাই ঘটনাটি ঘটাক তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, পূর্ববিরোধের জের ধরে এমনটি হয়ে থাকতে পারে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh