বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়। এ ঘটনায় নেত্রকোণা মডেল থানার পুলিশ ৬জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন- জেলা শহরের নাগড়ার (বাড়ইপাড়া) বাসিন্দা বাবুল সরকারের ছেলে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চিন্ময় সরকার (২৭), জেলা শহরের বড় বাজার এলাকার বাসিন্দা সজল সরকারের ছেলে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), একই এলাকার বাসিন্দা দূর্গাচরণ সাহার ছেলে নেত্রকোণা পৌর শাখা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা (২৫), একই এলাকার বাসিন্দা মৃত রাখাল চন্দ্র বণিকের ছেলে নেত্রকোণা জেলা ছাত্রলীগের সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), একই এলাকার বাসিন্দা কৃষ্ণ রায়ের ছেলে নেত্রকোণা পৌর শাখা ছাত্রলীগের সদস্য রাহুল রায় (২৪), এছাড়া নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা আজিজুল হকের ছেলে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য লোকমান হোসেন (২৮)।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা পুলিশের পাঠানো প্রেস রিলিজের মাধ্যমে জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নেত্রকোণা পৌরসভাধীন বড় মসজিদ সড়ক হতে নিষিদ্ধ ঘোষিত নেত্রকোণা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক রায়ের নেতৃত্বে ছাত্রলীগের ১৫/২০ জন সদস্য একটি ঝটিকা মিছিল বের করে জেলা শহরের তেরী বাজারের প্রধান সড়ক হয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় নেত্রকোণা সদর থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌছালে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করে মডেল থানার পুলিশ।
প্রেস রিলিজের আরও জানান, বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তথা নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনসাধারণকে আতংকিত করার লক্ষে মিছিল করার কারণে আসামীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ছাত্রলীগ নেত্রকোণা ঝটিকা মিছিল গ্রেপ্তার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh