রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলিউজ্জামান মন্টুকে (৬৩) পিটিয়ে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আলিউজ্জামান মন্টু সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার চাচা।
প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানান, অজ্ঞাত ৪/৫ দুর্বৃত্ত তাকে পিটিয়ে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। স্থানীয়রা তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আওয়ামী লীগ নেতা আলিউজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বিএনপির লোকজন পিটিয়েছে। এতে দুই পা ভেঙে গেছে ও শরীরে বেশ কিছু জায়গায় জখম হয়েছে।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, আমরা ঘটনাটি শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh