নেত্রকোণায় মেডিকেল কলেজের জায়গা নির্ধারণ এবং অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জেলা শহরের পৌরসভার সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’ ‘নেত্রকোনা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ
সময় বক্তারা বলেন, নেত্রকোণা
মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হওয়ার ছয় বছর পেরিয়ে
গেলেও স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণে
কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়াও অভিযোগ উঠেছে, সরকারের নীতিনির্ধারক এবং স্থানীয় প্রশাসনের উদাসিনতার ফলে শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে কলেজটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
তারা
আরও বলেন, বিভিন্ন
সূত্রে জানা গেছে- সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় অর্থ
সংকটের অজুহাতে কলেজটি বাতিল করার প্রক্রিয়া চলছে।
নেত্রকোণা
মেডিকেল কলেজের জন্য প্রধান সড়কের পাশে দ্রুত জায়গা নির্ধারণ এবং সেখানে অবকাঠামো নির্মাণের মাধ্যমে একটি শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তোলার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে
বক্তব্য দেন- জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ.ফ.ম
রফিকুল ইসলাম খান আপেল, সাংবাদিক এ.কে.এম
আব্দুল্লাহ, সাংবাদিক ভজন দাস, সাংবাদিক কামাল হোসাইন, পল্লব চক্রবর্তী, জনউদ্যোগের সম্পাদক আলপনা বেগম, জেলা কাজী সমিতির সভাপতি শফিউল আলম চৌধুরী জুয়েল, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, শিক্ষক প্রতিনিধি এখলাছ উদ্দিন মাস্টার, সিরাজুল ইসলাম, খায়রুল ইসলাম ফারাস প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh