অবৈধ জন্ম নিবন্ধনের তথ্য ফাঁস করায় কর্মকর্তাকে হত্যার হুমকি

মানিকগঞ্জের দৌলতপুরে ৭৯৫টি ভুয়া অবৈধ জন্ম নিবন্ধনের তথ্য ফাঁস করায় ইউনিয়ন পরিষদের এক কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন চরকাটারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সেলিম মোল্লা।  

অভিযোগ সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়ন পরিষদে অবৈধ ৭৯৫ টি জন্ম নিবন্ধন রেজিস্ট্রার করা হয়। গত ২০ অক্টোবর ওই পরিষদে যোগদান করেন নতুন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সেলিম মোল্লা। পরে তিনি ৭৯৫টি ভূয়া জন্মনিবন্ধনের তথ্যের বিষয়টি প্রশাসন ও সাংবাদিকদের অবহিত করেন। এ নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। এদিকে গত মঙ্গলবার (৩১ডিসেম্বর) বিকেলে উপজেলার চরকাটারী ইউনিয়ন পরিষদের ভিডাব্লিউবি চাউল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের জৈন্তা ব্রিজের উপরে মাস্ক পরা অপরিচিত তিন সেলিম মোল্লার মোটরসাইকেল আটকায়। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয়। 

প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সেলিম মোল্লা বলেন, ‘আমি চরকাটারী ইউনিয়নে অবৈধ ভাবে ৭৯৫টি জন্ম নিবন্ধন হওয়ার তথ্য ফাঁস করি। এ অবৈধ জন্ম নিবন্ধনের নিয়ে বাংলাদেশের সকল জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকা এবং টিভি চ্যানেলে নিউজ হয়। সেই ক্ষোভে আমাকে  মেরে ফেলার হুমকি দিয়েছে।’

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ  জে ও এম তৌফিক আজম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আহসানুল আলম বলেন, ‘অভিযোগ পাওয়ার সাথে সাথেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh