গাইবান্ধায় চার ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা

গাইবান্ধা পলাশবাড়ীতে অনুমোদনহীন চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াশা রহমান তপাদার এই অভিযান পরিচালনা করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো শের আলম।

উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের অন্তর মিয়ার মালিকানাধীন বিএমবি ব্রিকসকে ৪ লাখ, বরিশাল ইউনিয়নের সাইদুর রহমানের এমএসএম ব্রিকসকে ৬ লাখ, মহদীপুর ইউনিয়নের মোহাম্মদ মালিকানাধীন এমএমজেড ব্রিকসকে  ৪ লাখ টাকা জরিমানা এবং হোসেনপুর ইউনিয়নের শামীম মিয়ার মালিকানাধীন লিখন ব্রিকসের নামে উচ্চ আদালতে মামলা থাকায় কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার বলেন, ইটভাটা গুলোর পরিবেশ ছাড়পত্র নেই। এছাড়া স্থানীয় জেলা প্রশাসনের অনুমতি পত্রও নেই। ফলে তিনটি ইট ভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এছাড়া অপর একটি ইট ভাটাকে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh