কক্সবাজারের টেকনাফ উপকূলে মিয়ানমার থেকে মাদক নিয়ে আসার সময় সেদেশের একজনকে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক করেছে বিজিবি সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান।
আটককৃত মো. আব্দুর শুক্কুর (২১) মিয়ানমার রাখাইনের মংডু নাফফোরা গ্রামের সালেহ আহমেদের ছেলে।
কর্নেল আশিকুর রহমান জানান, গোপন খবর ছিল নাফ নদী পার হয়ে মিয়ানমারের রাখাইন থেকে টেকনাফ হ্নীলা পয়েন্ট দিয়ে মাদকের চালান আসবে। গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে হ্নীলা বিওপির বিজিবির টহল দলের সদস্যরা নাফ নদী সাঁতরে বস্তা কাঁধে বেড়িবাঁধের দিকে দুইজন ব্যক্তিকে আসতে দেখে। এ সময় টহলদল তাদের আটকের চেষ্টা করলে একজন বস্তা রেখে পালালেও অপরজনকে আটক করা হয়। এ সময় তার কাঁধে থাকা ও ফেলে যাওয়া দুই বস্তা থেকে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কর্নেল আশিকুর আরো জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে আসছে। জব্দকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার টেকনাফ মিয়ানমারের নাগরিক আটক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh